ফুলের মতো মন
দিনটা শুরু হোক তোমার
ফজর নামাজ দিয়ে
ভালো তুমি থাকতে পারো
সবার খোঁজটা নিয়ে।
সবার ভালো করে তুমি
হতে পারো ধন্যজন
চাইলে তুমি গড়তে পারো
ফুলের মতো মন।
পাখির সাথে ফুলের সাথে
বলতে পারো কথা
ঘুচিয়ে দিতে পারো তুমি
গরিব দুঃখীর ব্যথা।
সদা সত্য বলে তুমি
হও সবার আপন
সত্য ন্যায়ের পথে তোমার
হোক জীবন যাপন।