অভিমানের মেঘ
দুটো মানুষ রাগারাগি, চেঁচামেচি, ঝগড়াঝাটি, মারামারি করা ভালো।
কিন্তু নীরব থাকা ভালো না।
এতে অভিমান বাড়ে,
অভিযোগ বাড়ে।
নীরবতায় ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত হয় তৈরি,
একটা সময় রক্তক্ষরণ হয় অবিরত।
নিঃশ্বাসে বাসা বাঁধে দীর্ঘশ্বাস,
সম্পর্কে দূরত্ব বাড়ে কারণে অকারণে।
হৃদয়ে কথা জমা হলে পাথর হয় মন,
নদীর মতো বইতে পারে না ভালোবাসা তখন।
চুপচাপ দুটি মন কাঁদে নীরবে,
কেউ খুব কাছে থাকলেও অনুভব হয় না তারে।
পাথরের বুকে ঝর্ণার মতো নেমে আসুক অশ্রু,
বয়ে যাক চিবুক ছুঁয়ে মনে না থাক জমা কিছু।
দূর্বাঘাসের মতো কোমলপ্রাণ হোক দুটি হৃদয়,
শিশির বিন্দু জমা হলেও যেন মুক্ত ছড়ায়।
অভিমানের মেঘ জমলে মনের আকাশেও বৃষ্টি নামে,
অঝোর ধারায় বৃষ্টি আসুক,
ঝরে যাক শত অভিযোগ ধূসর মেঘের সাথে