ভাঙন
বেশ! তবে তাই হোক!
তুমি তোমার মতো
আমি আমার মতো
পথ যেতে যেতে, দুদিকে দুজন
মাঝখানে শুধু একটা সাঁকো।
দুদিকে দু'দল
তোমাকে উসকোচ্ছে
আমাকে উসকোচ্ছে
তোমার কান ভাঙাচ্ছে
আমার কান ভাঙাচ্ছে
দেদার মজার লুটছে
চুপচাপ মজা দেখছে।
সরব কোলাহলে, নীরব হতে হতে
আমরা দেখছি শুধু রাত্রি গভীর হলে
জেগে উঠছে ব্যথা,শুধুই শূন্যতা।