হৃদকেতন রুক্ষ মরুভূমি
চারিদিকে বইছে বায়ু অনিয়মের ঘূর্ণিপাকে
পথঘাটগুলো চলে দেখি ভীষণরকম দুর্বিপাকে
ইস্কুল কলেজ কী আন্ডা শেখায় আজকাল ভাই
ভাবতে গেলে ঘাড় মটকায়ে পেছন ফিরে তাকাই।
হায় হায় এ-কি মরিমরি প্রজাপতির মতো উড়ি
শিক্ষা দীক্ষা আকাশচুম্বী হায় শকুনের মতো করি
মহাশূন্য সম খাদক আমি আরো চাই আরো চাই
সোনার মানুষ চুষে খেয়ে খেয়ে পুঁজিপতি হতে চাই।
কারা থাকল কারা মরল আজ দেখার সময় নাই
পিপীলিকা পিপীলিকা তোমার দলে লুকালাম তাই
জীবাধারের চোখেমুখে পাশবিকতার পলেস্তারা
শাসকেরা বেজায় তৃপ্তে চড়ছে দেখো আনন্দধারা।
কলম কালির আনন্দ নাই কাগজেরও নাই তাই
জাতি ডুবছে বেলা অবেলা কালবেলা এবেলা সাঁই
ঘর দোর অন্তর বাড়ি বিশৃঙ্খলার এক সোনারতরী
সবে তাল মিলিয়ে চলছি হৃদকেতন রুক্ষ মরুভূমি।