নজরুল
ভাঙলো শিকল, লৌহকপাট
আসলো নিয়ে ঝড় তুফান,
অগ্নিবীণা, বিষের বাঁশি
সর্বহারা, ভাঙার গান।
উল্কা হয়ে আসলো ধেয়ে
সকল বাঁধার দ্বার ঠেলে।
মুক্তি নিশান হাতে নিলো,
লাল সবুজের রঙ ঢেলে।
ঈশান কোণে বাজলো বিষাণ
বিষের বাঁশির সুর তুলে,
মাড়িয়ে দিলো সব ব্যবধান
মানবতার দ্বার খুলে।
পাপি-তাপী বক ধার্মিকের
নগ্ন রূপের করলো ফাঁস,
সর্বনাশের ঝান্ডা দুলায়
প্রতিবাদে শব্দ চাষ।
শোষণ-জুলুম মাড়িয়ে দিলো
কাঠমোল্লা পড়লো তলে,
সাম্যবাদের ঝড় উঠালো
নারী, পুরুষ একই দলে।
কৃষক, শ্রমিক, কুলি, মজুর
ধনিক শ্রেণির উঠলো রব,
সবার ওপরে মানুষ সত্য
ঘুচিয়ে দিলো বজ্জাতি সব।
অনন্যা/ম্যাগাজিন