Skip to content

২০শে আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

বৃষ্টি

মেঘ গুড়গুড় বৃষ্টি নামে
আষাঢ়-শ্রাবণ মাসে,
রিমঝিমঝিম সুরের তালে
ময়ূরপঙ্খী নাচে।

বৃষ্টি পড়ে মাঠ ফসলের
সতেজ করে প্রাণ,
জুঁই,চামেলি,হাসনাহেনা
পাই কদমের ঘ্রাণ।

কালো মেঘের হাকাহাকি
আষাঢ় বানের ঢল,
গরীব-দুখীর কষ্ট জীবন
অশ্রুভরা জল।

লেখক- কবির কাব্যিকতায়
আনে লেখার সুখ,
পল্লী মায়ের কর্মহীনে
অনাহারী মুখ।

ভাঙা-গড়ার জীবন নিয়ে,
আসে বারংবার,
বর্ষাকালের সতেজ হাওয়া
বৃষ্টির অহংকার।

অনন্যা/এসএএস