ইতি তোমাকে ভালোবাসি
ভালোলাগে টিপ চোখের প্রদীপ- মিষ্টি একটা হাসি,
ইতি তোমাকে ভালোবাসি।
ভালোলাগে চুল স্নিগ্ধ বকুল- চোখের মায়ায় ভাসি,
ইতি তোমাকে ভালোবাসি।
ভালোলাগে মন- প্রিয় আপনজন, হয়ে অনুরাশি
ইতি তোমাকে ভালোবাসি।
ভালোলাগে কথা- প্রিয় বনলতা, আমার অভিবাসী
ইতি তোমাকে ভালোবাসি।
ভালোলাগে ছায়া- অপলকে মায়া, জীবন অবিনাসী
ইতি তোমাকে ভালোবাসি।
ভালোলাগে রূপ- হারালে অরূপ থাকি পাশাপাশি
ইতি তোমাকে ভালোবাসি।
ভালোলাগে চোখ- তোমাতে অশোক, হারালে বনবাসি
ইতি তোমাকে ভালোবাসি।
ভালোলাগে সাজ- খোদার কারুকাজ, আঁচলে তোমার ফাসি
ইতি তোমাকে ভালোবাসি।