Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দাবানল

রাস্তার মধ‍্যিখানে এখনো ধোঁয়াশা,
কোথায় হারিয়ে গেছে সুরক্ষা?
তুমি স্বার্থের নিরাশায় মুখ লুকিয়ে,
নিজেকে অমূল্য রতন সাজিয়ে তুলেছো!
হাঁ করে আছে কত লালসার রক্ত,
যেদিন খাবলে নেবে ইজ্জত!
সেদিন তুমি কি নিজেকে সুধরাবে?
লাখো লাখো,কোটি কোটি,
ভবিষ্যৎ কেন অন্ধ?
দাঁড়িপাল্লার একদিকে অর্থ
সত‍্য তুমি বার বার হয়েছো পরাজিত।

দাবানল তুমি ঘুমিয়ে আছো,
চোখের অন্ধ দরজা খোলো!
ফাটল রাস্তার মধ‍্যিখানে ওই
গেড়েছে কত অ-সাম্রাজ‍্য!

কত চিৎকার আজ বোবা হয়ে,
ধুঁকে ধুঁকে ওরা কেন মরছে?
মানবতা চাই বিশ্ব দরবারে,
কেন চিৎকারগুলো আজও ধুঁকে ধুঁকে মরে?
সমাজ কোথায় যাচ্ছে?
একদিন এক-এক করে লকলকে জিভ,
তোমার ইজ্জত ছিঁড়ে ছিঁড়ে খাবে।
সেদিন তুমি কি নিজের স্বার্থে,
একটা সত‍্য প্রতিবাদের দাবানল জ্বালাবে?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ