স্রোতের বিপরীতে

স্রোতের বিপরীতে হেঁটে যেতে যেতে নিজের ভেতরে অদম্য স্রোত
ঘর্ষ-সংঘর্ষে বিদ্যুৎ তৈরি হয়
এই বিদ্যুৎ বিপরীতমুখি আলো জ্বেলে রাখে
চলমান গাজোয়ারিতে ভেসে যেতে দেয় না
কিন্তু হলে কী হবে, স্রোতে বিপরীতে যে চলে
বারে বারে এনে তাকে আছড়ে ফেলে পাড়ে
রক্তাক্ত, ক্ষতবিক্ষত করে
মুখে রক্ত ওঠে, তবু সে ভালবাসার কথা বলে ।