দেহের পাখি
পৃথ্বী ছেড়ে যেতেই হবে
থাকবি না কেউ ভবে,
দেহের পাখি উড়াল দিলেই
মাটিই শয্যা হবে।
অন্ধকার ওই মাটির ঘরে
থাকবে না রে বাতি,
থাকতে সময় বোঝে না রে
মানুষ নামের জাতি।
ওই ঘরেতে পাপের হিসেব
দিতেই হবে কষে,
চারিদিকের মাটিগুলো
পড়বে এসে ধ্বসে।
কোনোভাবেই পাবে না ছাড়
মাটির ওই না ঘরে,
কঠিন আগুন, পুড়বে দেহ
পাপের রেশটা ধরে।
দেহের ভেতর থাকতে পাখি
চাই যদি ভাই ক্ষমা,
মোচন করে দিতেই পারে
পাপ আছে যা জমা।