Skip to content

কাঠবিড়ালি 

কাঠবিড়ালি 

মাথায় নিয়ে আমের ঝাঁকা 
খোকা যাচ্ছে হাটে, 
কাঠবিড়ালি মনের সুখে 
খেলা করছে মাঠে। 

 

আমের গন্ধে কাঠবিড়ালি 
খোকার কাছে এলো, 
একটা আম খেতে চাওয়ার 
আবদার জানালো। 

 

খোকা বলল আম খাবে? 
তোমার আছে টাকা ? 
শরীরখানা বেজায় কাহিল, 
পকেট খানা ফাঁকা ! 

 

খোকার কথায় কাঠবিড়ালি 
মনে কষ্ট পেলো, 
আমের কথা ভুলে গিয়ে 
মাঠে খেলতে গেল।