আমার বইয়ের তাক

অলিতে গলিতে কৃষ্ণচূড়া
ফুটে ফুটে যাক,
মাথার মাঝে গুজে থাকুক
ফেরিওয়ালাদের হাঁক।
দিনে দিনে মগজ পোড়া
ধূলিসাৎ হয়ে যাক,
বুকের মাঝে লুকিয়ে থাকুক
অতিথি পাখির ডাক।
সূর্য মামা শীতল হয়ে
জমাট বেধে যাক,
পরিপূর্ণ হোক আজ
আমার বইয়ের তাক।
রুশো আরভি নয়ন প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:৩০ পিএম
অলিতে গলিতে কৃষ্ণচূড়া
ফুটে ফুটে যাক,
মাথার মাঝে গুজে থাকুক
ফেরিওয়ালাদের হাঁক।
দিনে দিনে মগজ পোড়া
ধূলিসাৎ হয়ে যাক,
বুকের মাঝে লুকিয়ে থাকুক
অতিথি পাখির ডাক।
সূর্য মামা শীতল হয়ে
জমাট বেধে যাক,
পরিপূর্ণ হোক আজ
আমার বইয়ের তাক।