Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হেমন্তের ডাক

মেঘ গুড় গুড় শরত কালে
ডাকছে দূরে দেয়া 
মাঠের ধারে জারুল তলে 
ফুটছে ফুল কেয়া 

শালিক নাচে ধানের গোছায়
সাথে হলুদ  প্রজাপতি
তাল গাছতে ঝুলছে বাবুই 
করে বসতি 

সাদা মেঘের ভেলায় চড়ে
শুভ্র মেঘের দল
এমন সময় ছুটছে পবন
করে কলরোল 

নদীর ওপাড় কাশ ফুল
চলছে  নিয়ে  হাওয়া
দক্ষিণ থেকে আসছে চিঠি 
সুখের আভাস  নিয়া

শরত আবার দিচ্ছে ডাক
ফসল তোলার গান
কৃষক বধূ পাচ্ছে যেন
আনন্দ খুশির বান।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ