কবির কলম
অলক্ষ্যে একদিন কবির কলম
অসুস্থ হয়ে পড়বে
নিস্তব্ধতার ধ্যান ভেঙে আঙুলের
নিথর ডগা কেঁপে উঠবে।
কবির কলম আগুন বমি করবে,
সভ্য পোশাকের গায়ে
দ্রোহের আগুনে অন্তর্নিহিত অন্তর্বাস
ডাকে উঠবে নিলামে ।
উদগিরিত ঝাঁঝালো আগুনে পুড়ে যাবে
যক্ষ ধনের সিন্দুক
বিম্বিসার পলাশের একদিন শেষ হবে
অনাগত বৈশাখী সুখ।
চেতনার শশ্মানে পুড়ে পুড়ে ভস্ম হবে
আধিপত্যের বিত্তবৈভব ,
সাইবেরিয়ার কঠিন শীতে তরলও
একদিন পাথর হবে
উনুনের মত রক্তঘামে নোনা স্রোতে
জ্বলে উঠবে বিপ্লব।