Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবগুণ্ঠিতা

রিক্ত শরতের ঝরা শিউলি ফুলে  
হেমন্ত-রে করে আহ্বান,
অব্যক্ত-বাণী বাজে পরানে আজ 
শুধু বিষণ্ণ বিদায়ের গান। 

ফিরলো পাখি গোধূলির রঙ মেখে 
সেই গেলে আর নাই এলে 
কষ্টে চুরচুর কাঁদে বিবর্ণ  ছায়া-বীথি
বৃন্ত থেকে ঝরে যাবে বলে। 

আবির রাঙা মেঘে ঢাকে বেদনার নীল
শালিকের চোখে ডুবে যায় বেলা,
সন্ধ্যার চুমুতে অদৃশ্য উতাল সমুদ্দুর
ছায়া প্রেম রেখে গেছে অবহেলা। 

খুঁজি পথ-লেখা, মর্ত লোকে কতদূর 
বিশ্বলোকে তার পদ-চিহ্ন রেখা,
মুগ্ধতার আঁচলে ওগো—অবগুণ্ঠিতা
কল্পলোকে পাবো কি তবে দেখা!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ