সাতই মার্চের ভাষণ

ভাষণের অন্য নাম আবেগ
আবেগের অন্য নাম লড়াই
লড়াইয়ের অন্য নাম একটি স্বাধীন দেশ
একটি স্বাধীন দেশ এবং তার শেকল ভাঙার লড়াই।
হাজার হাজার মানুষের সামনে শেখ মুজিব নিজেই একটি উড়ন্ত নিশান
জনস্রোতের সামনে শেখ মুজিব নিজেই একটি স্বাধীন দেশ।
এখন সামনের পথ,শুধু এই নিশানকে সামনে রেখে এগিয়ে যাওয়া
একটি স্বাধীন দেশের স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাওয়া
এগিয়ে যেতে যেতে, প্রতীক্ষিত মুক্তির দিন ছিনিয়ে নেওয়া।
ভাষণের অন্য নাম শেখ মুজিব
আবেগের অন্য নাম শেখ মুজিব
লড়াইয়ের অন্য নাম শেখ মুজিব
স্বাধীনতার অন্য নাম শেখ মুজিব
স্বাধীন বাংলাদেশের অন্য নাম শেখ মুজিব।
আর শেখ মুজিবের অন্য নাম
মাটি দিয়ে গড়া
রক্ত দিয়ে গড়া
কান্না দিয়ে গড়া একটি মানুষ।
সাতই মার্চের ভাষণ এই মানুষটির বজ্রকণ্ঠে গোটা পৃথিবী হিলিয়ে দেওয়ার দিন
সাতই মার্চের ভাষণ এই মানুষটির দৃপ্ত কণ্ঠে গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়ার দিন।
একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবে, জ্বেলে তুলে ধরবে হাজার হাজার মাটির প্রদীপ
আর সেই প্রদীপের আলোকমালা উদীত সূর্যের নাম শেখ মুজিব।