কাক ডাকা ভোরে
যদি কাক ডাকা ভোরে তুমি এসে
হৃদয়ের দরজায় টোকা দাও,
আমি খুলে দেব হৃদয়ের দরজা।
তুমি দেখবে পর্যটকের মতো ঘুরে ঘুরে
আমার হৃদয়ের বাগানটা।
বাগানে দেখবে ফুটে আছে রংবাহারি ফুল
ফুলের মিষ্টি সুবাসে তুমি ব্যাকুল হয়ে উঠবে।
ফুল ছিড়বে না, ফুলের সাথে ফ্যালফ্যালিয়ে হাসবে।
ফুলের উপর বসা দেখবে রঙিন প্রজাপতি।
তুমি প্রজাপতিকে জিজ্ঞেস করবে
তুমি কি রাজকুমার?
প্রজাপতি হেসে হেসে বলবে
আমি রাজকুমার নই,
আমি প্রজাপতি
আমি করি না কারো ক্ষতি।
আমি ভালোবেসে আঁকি ফুলের গালে চুম,
সকালবেলা ভেঙে দেই ফুলের ঘুম।
তুমি প্রজাপতির মিষ্টি মিষ্টি কথা শুনে
হাসতে হাসতে হবে কুটিকুটি।
বন্ধু, কাক ডাকা ভোরে হৃদয়ের দরজার
টোকা দিও,
টোকা দিও।