Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্পৃহা 

এসো হাত ধরি এই বর্ষায়
উতলা বাতাসে হই আনমনা 
আমার গোপন কথা থাকুক গোপন
কাউকে কিছু বলবনা

 

ঐ শরতের নিশিথে জাগা চাঁদ তারা 
আর আমি জেগে রই
জোনাকি কাছে এসে কানে কানে বলে 
আমার গোপন কথাটা যেন কই
কদম ফুটেছে ডালে সুবাস 
 ছেয়ে গেছে সারা বেলা

 

আমার না বলার মর্ম কথা ওগো 
জানি হবেনা বলা
 মেঘ হয়ে ভেসে রই আকাশ পানে
গেঁথে মনের কল্পনা
এসো হাত ধরি এই বর্ষায়
উতলা বাতাসে হই আনমনা। 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ