বানে ভাসে গ্রাম
বান এসেছে ঐ ভেসেছে
কাঁচা পাকা বাড়ি
হেলেদুলে পড়ছে জলে
গাছগাছালির সারি।
বানভাসিদের দুঃখ কষ্ট
বৃষ্টিভেজা রাতে
বানের জলে চুলো ডুবে
খাবার নাই পাতে।
ছাদের উপর রাত্রিযাপন
বৃষ্টি অবিরাম
উঁচুনিচু সবে ভাসে
ভাসে সবুজ গ্রাম।
মানবতার হাত বাড়িয়ে
ওদের পাশে দাড়াই
সবে মিলে এসো রে ভাই
কষ্টগুলো তাড়াই।
অনন্যা/জেএজে