Skip to content

ইলিশ ধরা শুরু

ইলিশ ধরা শুরু

দুই-দুটি মাস বিরতি দিয়ে
ইলিশ ধরা শুরু
অনেক ইলিশ পরছে ধরা
খুশি জেলে নুরু।

 

নুরু জানায় এবার ইলিশ
পারবে খেতে

হবে অন্যবারের তুলনায়

যে মূল্যটা কম রবে।

 

আমাদেরও দূর হবে ভাই
অভাবের ওই ঘানি
প্রতিবছর ধরবো যে মাছ
নিয়মকানুন মানি।