জ্যৈষ্ঠের পাকা আম
কত নামে কত আম
গাছে গাছে ঝুলে
জ্যৈষ্ঠের পাকা আম
খাই মন খুলে।
গাছে গাছে টসটসে
পাকা আম পেয়ে
পাখিদের পেট ভরে
সারাদিন খেয়ে।
রাতের আঁধারে এসে
বাদুড়ের দল
পাকা আম খেয়ে খেয়ে
দেহে করে বল।
স্বাদে গুণে সেরা আম
সব ফলের রাজা
যত খুশি তত খাই
খেতে বেশ মজা।