Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

নারীর অবদান

নারী বিনা সুন্দর সংসার
ভাবা যায় না কভু আর।
তবে কেন সব কাজে-কর্মে
তারাই শিকার হয় বঞ্চনার?

নারী হীনা কোনো পরিবার
মরুভূমির মতো হাহাকার।
সুখ খুঁজে পায় না কভু
ছন্নছাড়া জীবন চলে তার।

যে নারী অক্লান্ত পরিশ্রমে
সাজালো তোমার সুখের সংসার,
সদা অবহেলা শত লাঞ্ছনার
শিকার হয় তারা বারবার।

ওই বট বৃক্ষের মতো যে
আগলে রেখেছে তোমারি সংসার,
কথায় কথায় করো অপমান
নীরবে অশ্রু ঝরে তার।

যে তোমায় শক্তি জোগালো
মহা বিপদের কালে,
তারেই অবহেলা করছ
বিপদ উৎরিয়ে গেলে।

শত বিপদে দুঃসময়ে
তারই উৎসাহের ফলে,
পথ খুঁজে পেয়েছ তুমি
চেয়ে দেখ দুচোখ মেলে।

সকল কর্মে তোমারই মতন
আছে নারীর সমান অবদান,
এত সব করেও নারীরা কভু
পায় না যথার্থ সম্মান।

নারীরাই মা কখনো বা বোন
কখনো তোমারি অর্ধাঙ্গী,
শক্তি সাহস জুগিয়ে সদা
বিপদে হয়েছে সঙ্গী।

এই মহাবিশ্ব মাঝারে
আছে যত মহৎ অর্জন,
সবকিছুতেই পুরুষের মতন
আছে নারীর সমান অবদান।

নারীকে কভু অসহায় ভেবো না
আছে তোমার সমশক্তি,
দিয়ে মর্যদা সম-অধিকার
মন থেকে করো ভক্তি।

অনন্যা/জেএজে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ