মায়ের হাতের পিঠা
শীতের সকালে মাটির চুলোতে
মাটির পাতিলে সেঁকে,
মজার মজার পিঠা বানিয়ে মা
থালা ভরে দেন রেখে।
পিঠার গন্ধে চোখ থেকে ঘুম
উড়ে যায় দূরদেশে,
তাড়াতাড়ি করে হাতমুখ ধুয়ে
পিঠা খাই হেসে হেসে।
চালের গুঁড়া ও খেজুরের গুড়ে
মা বানান সব পিঠা,
পুলিপিঠা আর ভাপাপিঠা খেতে
লাগে যে অনেক মিঠা।
আমি পিঠা খাই মা দেখেন চেয়ে
হাসেন মুচকি হাসি,
মায়ের হাতের পিঠা খেতে আমি
খুব বেশি ভালোবাসি।