মনের মানুষ
মনের ঘরে মন ঢুকেছে করলো চুরি মন,
মন হারিয়েও মনচোরাটা হলো মনের ধন।
মনের খাঁচায় মনপাখিটায় ভরে রাখতে যথা,
মন খুলে আজ মনে করাই ‘মন দিয়েছি’র কথা।
মনের কথায় মনের মানুষ মনে-প্রাণে বলে:
“মনকাড়া মন মন দিয়েছে মনের মিলের ছলে।”
মনভোলা ঐ মনের টানে মনে মনে খুশি,
মন মজানো ভালোবাসা মন দিয়ে তাই পুষি।
মন খারাপের দিনগুলোতে মনের মানুষ পাই,
মন মাতানো মনের গীতি মনটা থেকে গাই।