সংহিতা
আমার সমস্ত রাত্রি ধুয়ে দিতে দিতে
কি নিয়ে চলে গেলে তুমি প্রতিহিংসা
দুধে-আলতা রঙে ভেজা চাঁদ
বেদীতে নেমে এসে কোলে রাখে মাথা।
এর সাথে তার, যদি বেঁধে দিতে চাও ফিতে
বুনে দিতে পারি, আমিও উপমা খাসা
উষ্ণতা দিয়ে জড়িয়ে আদরে যে তুমি অতল খাদ
রক্তমাংস পুড়িয়ে যেমন জুড়ে জুড়ে ওঠে
ভালবাসার সংহিতা।