শীত মানে
শীত মানে যে বাংলা মায়ের
সবজি ভরা মাঠ
দোকানিরা সেই সবজিতে
সাজায় দারুন হাট।
শীত মানে যে খেজুর রসে
তৃপ্তি করে প্রাণ
শিশির ভেজা গাছের ডালে
দোয়েল পাখির গান।
শীত মানে যে ঘরে ঘরে
পিঠাপুলির ধুম
উঠোনেতে বসে সবাই
নেয় যে রবির চুম।
শীত মানে যে সূর্যমুখী
গাঁদা, গোলাপ ফুল
গাছের শাখায় ঝুলে থাকা
অমৃত সেই কুল।