Skip to content

৫ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিচ্ছেদ 

আমারে তুমি বিচ্ছেদ দিবা!
আচ্ছা- বিচ্ছেদ খায়; না মাথায় দেয়?
আমি বিচ্ছেদরে সামনে পাইলে চটকনা মারি
বিচ্ছেদের কানের নিচে মারি টপাস টপাস 
ফ্লায়িং কিক্ মারি তার বুকে
উষ্টাইতে উষ্টাইতে আবর্জনার ভাগাড়ে ফালাই।

 

তবুও বিচ্ছেদ আমারে ছাড়ে না
বেহায়ার মতন আমার পাশে ছায়া হইয়া থাকে
মিহি বিরহবোধের সুড়সুড়ি দিতে চায় আমার বুকে
অথচ আমি বিচ্ছেদরে কখনোই লই না।

 

বিচ্ছেদের কপালে ঘুষি দিতে দিতে দেখি
আমার প্রাক্তন বিচ্ছেদটা শাখা-প্রশাখা ছড়িয়ে
প্রকাণ্ড এক বৃক্ষ হয়ে গেছে
বিচ্ছেদ-বৃক্ষ বেদনা গিলে গিলে 
দেদারসে প্রকাণ্ড থেকে প্রকাণ্ডতর হচ্ছে!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ