আমার স্বাধীনতা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে
যুদ্ধ করে দামাল ছেলে
বুকের তাজা রক্ত দিয়ে
স্বাধীনতা আজকে মেলে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে
আবাল-বৃদ্ধ সর্বস্তরে
প্রাণ দিলো এই বাংলাদেশে
বাঁচতে চেয়ে যুদ্ধ করে।
লাখো লাখো প্রাণের দামে
কেনা হলো আমার দেশটা
শ্রদ্ধা জানাই তাঁদের নামে
দেশ প্রেমিকদের চির চেষ্টা।
ভালোবাসি বাংলার মাটি
এই মাটিতে সকল স্মৃতি
সোনার চেয়ে অধিক খাঁটি
এই দেশে মোর সকল প্রীতি।
যুদ্ধ শেষে স্বাধীনতা
আমরা পেলাম মহান বিজয়
হাজার যুগের ইতিকথা
ভুলবো না কেউ তাঁহা নিশ্চয়।