আমার শঙ্খচিল
তোমার দূরত্বকে বাঁধতে পারিনি
জোয়ার-ভাটার মতো আঘাতে-আঘাতে।
ছোট্ট একটা গলির মোড়ে
দেখো, যন্ত্রণার স্তব্ধতা দাঁড়িয়ে আছে!
আমার শঙ্খচিল,
তুমি বোঝাতে পারোনি তাকে।
কবরের অন্ধকারে ফসিল হয়ে কাঁদছে।
একদিন আমি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে,
তোমার ইচ্ছেগুলোকে কুড়িয়ে
স্মৃতিসৌধ গড়বো তোমার ইচ্ছের অন্দরমহলে।
শঙ্খচিল তুমি যাও এখুনি উড়ে
আমার আমিত্ব
কবরের যন্ত্রণায় ছটপট করছে!
ওকে মুক্ত করতে তুমি পারবে?
সেই বত্রিশ বছর তিন মাসে
আমার ইচ্ছেগুলো হারিয়ে গেছে,
ওই নীল আকাশের ধ্রুবতারা হয়ে জ্বলছে।
শঙ্খচিল, তুমি আমাকে একটি বার
ওই দূর নীল আকাশে নিয়ে যাবে?
তাঁর আবেগের যন্ত্রণাগুলো
আমি অশ্রুর চাদরে দেবো মুছিয়ে।
আমার শঙ্খচিল
হয়তো, নীরব ধূলিসাৎ গুলো
প্রিয়তমার কবরে শান্ত হবে!