বর্ষার জ্বালা
বর্ষায় আকাশজুড়ে থাকে কালো মেঘের আনাগোনা
রিমিঝিমি শব্দ করে অঝোর ধারায় ঝরে বৃষ্টি
জীবন চলে অবিরাম বৃষ্টি কাদার সঙ্গে লড়াই করে,
বর্ষার জল বাড়িয়ে দেয় সীমাহীন দুর্ভোগ
সুখগুলো চলে যায় ভরা নদীর অতলে।
যে বর্ষা মানুষের জন্য বয়ে আনে হাজারো জ্বালা
তা কি কখনো হয় সুখের!
বানের স্রোতে ভেসে যায় বহু সংখ্যক ঘর-বাড়ি-
হাঁস মুরগি গরু ছাগল,
নষ্ট হয় জমির ফসল
কতিপয় মানুষের হয় জীবন নাশ
শেষ হয় বর্ষা পেছনে রেখে যায় বাঁচার আকুতি।
অনন্যা/এসএএস