একুশ এলে

একুশ এলে
মায়ের চোখে অশ্রু ঝরে
ভাষাশহিদ ছেলের কথা স্মরণ করে।
একুশ এলে
বিষাদগীতি গায় সকলে
নগ্নপায়ে যায় মিনারে দলে দলে।
একুশ এলে
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া
রক্তে রাঙা পাপড়ি মেলে সাজায় তোড়া।
একুশ এলে
বীর বাঙালি স্বপ্ন দেখে
নতুন করে বাঁচতে শেখার ফর্দ লেখে।
একুশ এলে
বর্ণমালার গানে গানে
দেশের প্রতি ভালোবাসা জাগে প্রাণে।