আকাশ চুরি
আমার আকাশ কেন করলে চুরি?
সত্য করে বল তুমি-
আকাশ বিনে এই ভুবনে
আমার কি আর ছিল কানাকড়ি?
শুধু ছিলো তারা ভুরি ভুরি,
নিকষকালো নিশি ছিল
গগন ভরা মেঘও ছিলো
ছিল না আর অন্য বাহাদুরি।
আমার সাথে করলে বাড়াবাড়ি,
ঐ আকাশে রোদ কি ঝরে?
বৃষ্টি হয় কি মুষলধারে?
নাকি শুধু ঝড়ের জারিজুরি।
আকাশ বিনে খরতাপে পুড়ি,
মাঠ পুড়ে ছাই, ঘাট পুড়ে ছাই
জলের তেষ্টায় বুক ফেটে যায়
দিবানিশি ভাব-হীনতায় মরি।
চুরি-বস্তু কেমনে উদ্ধার করি?
ভেবে ভেবে দিন চলে যায়
ঘুমহীনতায় রাত কেটে যায়
করলে তুমি দীনহীনের ধন চুরি!