Skip to content

৪ঠা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

বিকেলের করিডোরে

এ কী শৃঙ্খলে বাঁধা!
মমতায় মাখা অব্যক্ত কথা
আবেগ আপ্লুত সুপ্ত বাসনা
বেদনার গিরিখাতে আটকে।

হৃদয়ের করিডোরে
অঙ্কিত সবুজ পাতা
দুঃস্বপ্নের ঘোরে
বিবর্ণ হলুদ পাতা।

বিষাদের জলে জ্বলন্ত আগ্নেয়গিরি।

ভালোবাসা ম্যাগমায়
দীর্ঘশ্বাস ছায়া।
ঘনঘোর মেঘাকাশ,
হৃদয়গিরির জ্বালামুখে জন্মায় অবিশ্বাস।

শান্ত আগ্নেয়গিরির
হাতছানি আশ্বাস
জোসনা রাতের মায়াবী আলোয়
নিঃশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস
বিকেলের করিডোরে
দোলে উঠবে মমতা বিশেষ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ