কুমন্তব্যে পরিজনদের প্রতিবাদের আহ্বান ঊষসীর
খ্যাতির সাথে সাথে তার বিড়ম্বনাও থাকে৷ আর তারকাদের প্রায়ই এমন বিড়ম্বনায় পড়তে হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে বিড়ম্বনা সৃষ্টি হওয়া যেন আরো সহজ ব্যাপার। বেশির তারকারাই সোশ্যাল মিডিয়ায় এক্টিভ থাকেন৷ নানা রকম পোস্টে নানারকম মন্তব্যও ভেসে আসতে থাকে।
সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায় একটি ছবি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়ার ওয়ালে। তখন সেখানে নানারকম কুমন্তব্য আসে। অনেকেই ঊষসীকে এমন টিশার্ট পড়া ছবির বদলে বাঙালী সাজে বেশি ভালো দেখায় বলেও জানান।
এমন পরিস্থিতিতে ঊষসীর পরিজনেরাও তার কাছে জানতে চায় কেন এমন হচ্ছে। এ বিষয়ে ঊষসী বলেন কি হয়েছে সেটা জানতে না চেয়ে বরং যারা এমন কুমন্তব্য করছে তাদের মন্তব্যে প্রতিবাদ করুন। এসব মন্তব্য করে একজন নারীকে যে অসম্মান করা হচ্ছে সেটার প্রতিবাদ করতে আর্জি জানান এই মোস্ট ডিসায়ারেবল উইমেন্স খ্যাত অভিনেত্রী।