চাতকের কষ্ট
মরুময় প্রকৃতিতে জীবের অস্তিত্ব সংকটময়
শান্ত চাতকের অধীর প্রতীক্ষা তপ্ত গগন পানে
কা কা করে তৃষ্ণায় বুকের ছাতি চৌচির
দ্বিগিদিক ছুটে চলা অস্থির দাঁড়কাকের।
দু’ফোঁটা জলের প্রার্থনায় নিবিষ্ট হতাশাগ্রস্থ চাষা
দিনরাত জলের কামনায় গলা ফাটায় কোলা ব্যাঙ
হরহর করে পুকুরের গরম জলে নামে ক্লান্ত কুকুর
রাতজাগা পাখিরা কলরব ছেড়ে ডানা ঝাপটায়।
অকালে আসে আম-কাঁঠালের বাগান থেকে সুগন্ধ
বৃক্ষরাজি অসহায় নতজানু উত্তপ্ত রবির কাছে
ফেটে চৌচির শ্যামল ইরির প্রশান্ত ক্ষেতগুলো
তৃষ্ণার্ত হৃদয়ে বাড়ে চাতকের মত বৃষ্টির পিপাসা।