চাঁন মিয়ার কুরবানি
কুরবানিতে গরু কিনতে
চাঁন মিয়া যায় হাটে,
টিভি চ্যানেল আসবে বলে
স্টাইলে চুল কাটে।
মোটাতাজা গরু কিনে
ফেবুতে দেয় পোস্ট,
চাঁন মিয়া যেন হাটের এক
মন্ত্রীসম হোস্ট।
বেছে বেছে ধনী যারা
ফেবুতে তার দোস্ত,
কুরবানি করে পাঠায় শুধু
তাদের কাছেই গোস্ত।
গোস্ত নিয়ে চাঁন মিয়া ভাই
রোজই করে ভোজ,
প্রতিবেশী গরিব যারা
নেয় না তাদের খোঁজ,
মনের পশুটাকে তুমি
করো আগে জবাই,
কুরবানিতে তৃপ্ত হবে
খুশি হবে সবাই।