সরষে ফুল

সরষে ফুলের হর্ষে বিভোর
পাখপাখালি অলিকুল
মিষ্টি মধুর পরশ নিতে
কেউ করে না একটু ভুল।
হলদে রঙের বাহার দেখে
ছেলে বুড়ো পাগলপ্রায়
রঙে রঙে মন মাতাতে
আয়রে সবাই বাইরে আয়।
এম হাবীবুল্লাহ প্রকাশ: ৩ জানুয়ারী ২০২২, ০১:৫২ পিএম
সরষে ফুলের হর্ষে বিভোর
পাখপাখালি অলিকুল
মিষ্টি মধুর পরশ নিতে
কেউ করে না একটু ভুল।
হলদে রঙের বাহার দেখে
ছেলে বুড়ো পাগলপ্রায়
রঙে রঙে মন মাতাতে
আয়রে সবাই বাইরে আয়।