পরিবর্তন
চেনাজানা ঘরবাড়ি
অচেনাতে ডুব দেয়
জমিজমা খালেবিলে
শহরতে রূপ দেয়।
সবুজের লীলাখেলা
দিনেদিনে কমছে
উঁচু উঁচু দালানের
সমাগম জমছে।
পাখিদের মেলামেশা
আজকাল দেখি না
প্রকৃতির কথামালা
মনেপ্রাণে লেখি না।
মরে গেছে আগেকার
রূপময়ী ছন্দ
বেড়ে গেছে মানুষের
অগণিত দ্বন্দ্ব।