Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হিমুর চোখে

হিমুর চোখে কাজলের মতো তুমি বাংলা ভাষা
লাঙ্গলের ফলা থেকে উঠে আসা বর্ণধ্বনি
বটগাছের ছায়াই চাষীবউ নিয়ে আসে পান্তাভাত
ধানের কচি শীষের বুকে দুধ, সবুজবরণী।

হিমুর ঠোঁটে নদীর পাড়ের মতো তুমি বাংলা ভাষা
স্রোতের তালে বেতালে, জীবনের ভাঙা গড়ার খেলা
রাখালিয়া বাঁশির সুর, উদাস বাউল
সূর্যোদয় সূর্যাস্তের মেলায়, কেটে যায় জীবনের বেলা।

হিমুর শাড়ির আঁচলের মতো এক একটি স্তবক
সংগোপনে ভালবাসা লুকিয়ে রাখে শীতের কুয়াশায়
গোলাপের কলি চোখ মেলে আগুন নেবে বলে
ফড়িংয়ের পিছু পিছু দিগন্ত রাঙায়।

যদি বলো হিমু কে? আমি বলবো সে
আমাদের মনে মনে প্রতিদিন কবিতা লেখে যে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ