দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
মনের মাঝে চিন্তা অতি।
চালের মূল্য, ডালের মূল্য
সবজির দাম আকাশতুল্য।
যেসব খেয়ে মানুষ বাঁচে
নিত্য কেনার তাগিদ আছে
পণ্য এসব কিনতে গেলে
কিনবে ক’জন টাকা ঢেলে?
গরিব যারা অল্প আয়ের
হোক শহরের কিংবা গাঁয়ের।
মানুষ যারা হতচ্ছাড়া
তারাই বেশি দিশেহারা।
বাজার এত গরম দেখে
পিঠ দেয়ালে যাচ্ছে ঠেকে।
সিন্ডিকেটের ফন্দি জালে
চলব ক’দিন এমন হালে?
আইন আছে দেশে কড়া
লোভী বণিক পড়ছে ধরা।
মনিটরিং হচ্ছে বাজার
অপরাধী পাচ্ছি হাজার।
প্রশ্ন হলো, লাভ কী তাতে
সুফল কোনো পাচ্ছি হাতে?
ভোগান্তি কি কমলো কিছু
দৌড়ে কী লাভ চোরের পিছু?
চোরের পিছু ছুটতে গিয়ে
বাড়ছে খেলা জীবন নিয়ে।
এসব হলো লোক দেখানো
জনগণের ক্রোধ ঠেকানো।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
দেশের তরে আনবে ক্ষতি
ক্ষোভের আগুন জ্বলবে যত
সামাজিক দোষ বাড়বে তত।