আমি আছি তো
এই যে ঝড়-ঝঞ্ঝার যত প্রতাপ
বুক চিতিয়ে আসে যখন তেড়ে,
বাবা যখন বলেন, ‘আমি আছি’
সাহস তখন যায় যে দ্বিগুণ বেড়ে।
ভূতের ভ্যাচকি হামকি ধামকি দেখে
প্রাণের ভয়ে যাই যখনই কুঁকড়ে,
বাবা তখন হেসেই ওড়ান ভয়টা
আমি আছি- মন্ত্রে দিয়ে ফু্ঁক রে!
যতো দানব প্রেতাত্মারা আসুক
বাবা নামের ছায়া থাকলে সাথে,
আগুন নদী জুড়িয়ে হয় শীতল
আদর স্নেহে মায়ার মালা গাঁথে।
বাবা যখন বলেন, ‘আমি আছি’
বুকে তখন সাহসের ফুল ফুটে,
বাবার কাছে পাই যে যাদুর কাঠি
‘আমি আছি’ তন্ত্রে ভয়টা টুটে।