বিশ্বের শীর্ষ ১০ ধনী নারীদের তালিকা
গুগলে প্রতিদিন কয়েকবার সার্চ হয় শীর্ষ সম্পদশালীদের তালিকা নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা হয়ে থাকে এই শীর্ষ ধনীদের নিয়ে। এই শীর্ষ ধনীদের তালিকায় নারীর সংখ্যা দিন দিন বারছে। গত বছর যেখানে ৩৩৭ জন তা এবছর হয়েছে ৩৬৯ জন। বিশ্বে ২ হাজার ৭৮১ জন শতকোটিপতির মধ্যে ৩৬৯ জন নারী। তাদেরকে ডাকা হয় বিলিয়নিয়ার লেডিস নামে। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী টপ ১০ বিলিয়নিয়ার লেডিদের সম্পর্কে আসুন জেনে নি।
ফ্রাঁসোয়া বেতনক্যুঁ
লরিয়াল ইউজাররা খুব ভালোভাবে পরিচিত এই নামের সাথে। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী। শীর্ষ নারী ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন তিনি এবং শীর্ষ ১৫তে রয়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে। এ নিয়ে টানা চতুর্থবার তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীর তালিকায় প্রথম স্থানে আছেন। বেটেনকোর্ট মেয়ার্স প্যারিসে থাকেন। মা লিলিয়ান বেটেনকোর্টের মৃত্যুর পর ২০১৮ সাল থেকে তিনি প্রথম শীর্ষ ধনীর তালিকায় উঠে আসেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।
অ্যালিস ওয়ালটন
শীর্ষ ধনী নারী তালিকার ২য় স্থানে রয়েছেন ওয়ালমার্ট এর প্রতিষ্ঠাতার একমাত্র মেয়ে অ্যালিস ওয়ালটনের। তার সম্পদের পরিমাণ ৭১ বিলিয়ন মার্কিন ডলার। গত কয়েক মাসে ওয়ালমার্টের শেয়ারের দাম ৩৪ শতাংশ বেড়ে গেছে যার কারণে তার সম্পদের পরিমান রাতারাতি ১.৫ হাজর কোটি ডলার বেড়ে যায়।
জুলিয়া কোখ এবং পরিবার
তৃতীয় স্থানে যিনি আছেন তার নাম হলো জুলিয়া কোখ এবং পরিবার। ৬১. ৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক তিনি। ২০১৯ সালে ডেভিড কোখের মৃত্যুর পর জুলিয়া এবং তার তিন সন্তান কোখ ইন্ডাস্ট্রিজের ৪২ শতাংশ শেয়ারের মালিক হন। জুলিয়া কোখ শিক্ষা, সংস্কৃতি, মেডিক্যাল রিসার্চ ইত্যাদি মানবসেবামূলক কাজের সঙ্গে জড়িত। তিনি একসময় ফ্যাশন ডিজাইনার হিসেবে ফার্স্ট লেডি ন্যান্সি রেগানসহ অনেক হাইপ্রোফাইল ক্লায়েন্টের সাথে কাজ করেছেন।
জ্যাকুলিন মার্স
৩৮.৭ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চতুর্থ স্থানে আছেন বিশ্বের বৃহত্তম ক্যান্ডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সের এক-তৃতীয়াংশের মালিক জ্যাকুলিন মার্স। তার দাদা ফ্র্যাংকলিন ক্লারেন্স মার্স ১৯১১ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। যুক্তরাষ্ট্রের বহুজাতিক এ কোম্পানি ক্যান্ডি, পোষা প্রাণীর খাবার এবং অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুত করে থাকে।
ম্যাকেঞ্জি স্কট
অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিক ম্যাকেঞ্জি স্কট। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী তিনি। ৩৬.১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। তবে মানবকল্যাণমূলক কাজে ইতোমধ্যেই বিলিয়ন বিলিয়ন ডলার দান করেছেন তিনি।
সাবিত্রী জিন্দাল ও পরিবার
জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের স্ত্রী সাবিত্রী জিন্দাল। জিন্দাল গ্রুপের চেয়ারম্যান সাবিত্রী জিন্দাল বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় ছয় নম্বরে আছেন। ৭৪ বছর বয়সী সাবিত্রী বর্তমানে ভারতের শীর্ষ ধনী নারী। তাঁর সম্পদের পরিমাণ ৩ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।
রাফায়েলা অ্যাপোন্তে-দিয়ামন্ত
১৯৭০ সালে এমএসসি প্রতিষ্ঠা করেছিলেন রাফায়েলা । রাফায়েলার বর্তমান সম্পদের পরিমাণ ২৮.৭ বিলিয়ন মার্কিন ডলার। রাফায়েলা এবং তার স্বামী জিয়ানলুইজি বিশ্বের বৃহত্তম শিপিং লাইন এমএসসির ৫০% শেয়ারের মালিক।
মিরিয়াম অ্যাডেলসন এবং পরিবার
২০২১ সালে স্বামী বিলিয়নিয়ার ক্যাসিনো ব্যবসায়ী শেলডন অ্যাডেলসনের মৃত্যুর পর তিনি শীর্ষ ধনীদের তালিকায় এখন। তিনি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ-তালিকাভুক্ত ক্যাসিনো সাম্রাজ্যের অর্ধেকেরও বেশির মালিক, বিশ্বের কয়েকটি যায়গায় তার ক্যাসিনো রয়েছে। মিরিয়াম চিকিৎসাবিজ্ঞান এবং ওষুধের গবেষণার কাজে ১০০ কোটি ডলার দান করেছেন।
জিনা রাইনহার্ট
নবম স্থানের শীর্ষ ধনী নারী হলেন অস্ট্রেলিয়ার জিনা রাইনহার্ট। তার সম্পদের পরিমান ৩০.৩ বিলিয়ন মার্কিন ডলার। হ্যানকক প্রসপেকটিং গ্রুপের মালিক এবং চেয়ারম্যান জিনা। তার পিতা ল্যাং হ্যানককের কাছ থেকে এই বিশাল সম্পক্তি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন।
অ্যাবিগেইল জনসন
অ্যাবিগাইল জনসন ফিডেলিটি ইনভেস্টমেন্টস এর সিইও হিসেবে দায়িত্ব পালন করে। তিনি শীর্ষ ধনী নারীর তালিকার একজন। তার সম্পদের পরিমান ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। ফিডেলিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিটকয়েন এবং ইথার বাণিজ্য করতে দেয়। অ্যাবিগাইল জনসন বিভিন্ন জনহিতকর এবং নাগরিক সংস্থার সঙ্গেও জড়িত।