স্তন ক্যান্সার শনাক্তে এআই এর সাফল্যের সম্ভাবনা ২১% বেশি
স্তন ক্যান্সার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে সম্প্রতি এক মার্কিন গবেষণায় জানা গেছে।
ম্যামোগ্রাফি স্ক্রিনিংয়ে এআই ব্যবহারে অসাধারণ সাফল্যের কথা জানিয়েছেন গবেষকরা। তাদের মতে, এআই ব্যবহারে স্তন ক্যান্সার শনাক্তের হার ২১ শতাংশ বেশি।
সোমবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট “টেকক্রাঞ্চ” এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার (আরএসএনএ) বার্ষিক সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপহেলথ, যা রেডিওলজি জায়ান্ট র্যাডনেটের অধীনে কাজ করে।
গবেষণাটি ১২ মাসে ৭,৪৭,৬০৪ জন নারীর ওপর পরিচালিত হয়। এতে দেখা যায়, অনেক নারী ম্যামোগ্রাফি স্ক্রিনিংয়ে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদিত এআই সফটওয়্যার ব্যবহার করেন। গবেষকরা জানান, চিকিৎসকের নজর এড়িয়ে গেলেও এআই সফটওয়্যার ক্যান্সারের জীবাণু শনাক্ত করতে সক্ষম। ফলে এটি ‘দ্বিতীয় চোখ’ হিসেবে কাজ করে।
গবেষণায় অংশগ্রহণকারী নারীদের মধ্যে ক্যান্সার শনাক্তের হার ৪৩ শতাংশ বেশি ছিল। তবে এই ফলাফল শুধুমাত্র উচ্চ ঝুঁকিপূর্ণ নারীদের জন্য প্রযোজ্য। সার্বিক বিশ্লেষণে এই হার ২২ শতাংশ হলেও চূড়ান্ত হিসাবে তা ২১ শতাংশ বলে উল্লেখ করা হয়।
গবেষকরা আরও জানান, এআই ব্যবহারে সম্ভাব্য সুবিধাগুলো আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে তারা কাজ করছেন।