Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা আমার মা ও মাটি

মায়ের কোলে জীবন শুরু মাটির কোলে শেষ,
বাংলা আমার মা ও মাটি সবুজ-শ্যামল দেশ।
যেথায় মিলে মিশে আছে হিন্দু-মুসলমান,
যারা গাইছে একই সুরে দেশেরই জয় গান।

বাংলা আমার মা ও মাটি নির্মল পরিবেশ,
যে দেশেরই মা ও মাটির রূপের নেইতো শেষ।
যার বুকেতে রোজ সকালে পুষ্পকলি হাসে,
ঝিলিমিলি আলো জ্বলে শিশিরভেজা ঘাসে।

বাংলা আমার মা ও মাটি ষড়ঋতুর দেশ,
রংধনু সাত রঙের মেলা নীল আকাশের বেশ।
যার বুকেতে দিবানিশি দোয়েল পাখি ডাকে,
মনের সুখে যার ছবি চিত্র কারিগর আঁকে‌।

বাংলা আমার মা ও মাটি সুখের স্বর্গভূমি,
ধুলাবালি মেঠো পথের শিশিরকণার চূমি।
বাংলা আমার মা ও মাটি কস্তুরীর ঐ ঘ্রাণ,
বাংলা আমার মাতৃভূমি বাংলা আমার প্রাণ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ