Skip to content

৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কপালের টিপ

মাছে ভাতে বাঙালি যেমন
সবার অধিকার,
বাঙালি নারীর কপালের টিপ
তেমন অহংকার।

 

ধর্ম থাকুক হৃদয় জুড়ে
গহীন অন্তরে সবার,
হিজাব থাকুক টিপ‌ও থাকুক
যার যেমন তাঁর।

 

তুমি কেন বিভেদ কর
কিসের অধিকার?
মনে থাকা অসুরটাকে
 মুছে ফেল এবার।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ