কপালের টিপ
মাছে ভাতে বাঙালি যেমন
সবার অধিকার,
বাঙালি নারীর কপালের টিপ
তেমন অহংকার।
ধর্ম থাকুক হৃদয় জুড়ে
গহীন অন্তরে সবার,
হিজাব থাকুক টিপও থাকুক
যার যেমন তাঁর।
তুমি কেন বিভেদ কর
কিসের অধিকার?
মনে থাকা অসুরটাকে
মুছে ফেল এবার।
বিজন বেপারী প্রকাশ:
মাছে ভাতে বাঙালি যেমন
সবার অধিকার,
বাঙালি নারীর কপালের টিপ
তেমন অহংকার।
ধর্ম থাকুক হৃদয় জুড়ে
গহীন অন্তরে সবার,
হিজাব থাকুক টিপও থাকুক
যার যেমন তাঁর।
তুমি কেন বিভেদ কর
কিসের অধিকার?
মনে থাকা অসুরটাকে
মুছে ফেল এবার।