গৌরী লঙ্কেশ
সোনার দেশে ছায়ার ওপর রক্ত
করাল বদন, রক্তের ওপর ছায়া
গৌরী লঙ্কেশ তো আমাদের মেয়ে নয়
যেমন ছিলো না, কাব্যকন্যা সীতা।
প্রকাশ্য দিবালোকে হনু সেনার আস্ফালন
গো-সেবক, রামচন্দ্র তাদের পিতা
'বেটি বাঁচাও' 'বেটি বাঁচাও' কতো গালভরা শ্লোগান
কারও নেই বেটির ওপর,এতটুকু মায়া আর দয়া।
থাকলে কি আর অমন করে, খুন করে যায় ঘাতক
প্রতিবাদ যারা করে, হয় নকশাল নয় ভিনদেশী
দেশরক্ষার দায়, নিয়েছে আততায়ী, আইনের চোখে পলাতক
যেকোনো দিন যেকোনো সময়,আমরাও খুন হয়ে যাবো এরপর।
সোনার দেশে ছায়ার ওপর আগুন
আগুনের ওপর অশনি, ছায়ার মতো ক্লেশ
ভারতআত্মা ধর্ষিতা হয়, প্রমাণ লোপাট চিতা
কর সেবকের শক্ত খুঁটি, ধ্বংসের সংহিতা
শেষ থেকে শুরু, প্রতিবাদ জারি রেখে যায় গৌরী লঙ্কেশ।