এসেছিলাম
তোমার নির্লিপ্ত ভাব অপ্রত্যাশিত নয় জেনেও আমন্ত্রণ ছাড়াই এসেছিলাম
অভ্যর্থনায় উষ্ণতার অভাব লক্ষ করে
ফুলগুলো তোমার অগোচরেই রেখেছিলাম।
হয়তো একসময় চোখে পড়বে
অনিচ্ছায় হাতে তুলে নেবে
অথচ শূন্যে দৃষ্টি মেলে চেয়ে আছ
তবু কিছুই দেখছ না।
আমার অস্বস্তি লাগার বোধটা
আড়াল করতে যেয়ে চায়ে চুমুক দিলাম
ভালো থেকো সুকন্যা, ভালো থেকো
অতীত এভাবেই মুছে দিও
সম্পর্ক এভাবেই ভুলে যেও।