অকাল বৃষ্টি
অকালেতে বৃষ্টি এলো
মনটা হলো কালা
বৃষ্টির সাথে শীতের ছোঁয়া
বাড়লো মনে জ্বালা।
সারাটাদিন কেটে গেলো
ঘরে বসে শুয়ে
ক্ষেতে যতো ফসল ছিলো
গেলো নিয়ে ধুয়ে।
বাড়ির পাশে কুমার নদী
গেছে জলে ভরে
গাছে ছিলো পাকা পেঁপে
গেছে নিয়ে চোরে।
এমন দিনে বৃষ্টি এলো
সাথে ছিলো ঝড় ও
লিচু গাছটি ভেঙে গেলো
গাছটি ছিলো বড়।।