Skip to content

৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিকড়ের টানে

কলরোল কোলাহল নগরীর পথে
নানাবিধ নীরবতা পল্লীর জগতে।
ছুটে চলে এই মন শিকড়ের টানে
উদাসিত করা ওই বাউলের গানে!

 

বননীর ধারে ঢের পাখিদের মেলা
হেমন্তের ধানে রোজ সূর্য করে খেলা! 
প্রজাপতি উড়ে যায় করে সব জব্দ
হিমেল পরশে মৃদু শিশিরের শব্দ। 

 

নগর জীবনে গ্রাম্য প্রতিবিম্ব নাই
ইট পাথরের মতো হৃদয়ও পাই। 
নিজের জ্বালায় যেন নিজেই জ্বলছে
আমি উন্মাদ -উন্মাদ এমনি বলছে! 
 
শ্যামলিমা ছায়াছবি ভাসে দুই চোখে
বিজন সে ঘাসফুল দেখি অবলোকে। 
জোনাকির আলো পড়ে রাতের প্রহরে
স্কাইলাইট মাথার পর এ শহরে! 

 

নাই কোনো নবান্নের পিঠার উৎসব
শহরের বুকে দেখি শুধু কলরব।  
মনে হয় ফিরে যাই- জননীর কোলে
যেথায় আপন মনে বুনোলতা দোলে!

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ