ভোরাই
তোমার গানের সাথে জুড়ে গিয়েছে লড়াই
তোমার প্রাণের সাথে জুড়ে আছে সোনার বাংলা
জীবনে অন্ধকার দেখেছো তুমি
তাই করেছো আলোর সাধনা
তোমার আকাশ জুড়ে রবি ঠাকুর
জীর্ণ পুরাতন,পথের ধুলোকে করেছো সোনা।
অন্ধকারের মূর্তি ভেঙে যায়
লতিয়ে ওঠে লতা, রক্ত শিরায়
ফুলকি যেভাবে ফুলে ফুলে নাচে
শিকড়ে তাদের জন্ম-মৃত্যু বাসনা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে তোমার কণ্ঠ
দাঙ্গায়,কলকাতার রাস্তায় তোমার কণ্ঠ
প্রতিবাদে প্রতিরোধে, দৃপ্ত, সংঘবদ্ধ
ব্যক্তিগত শোকে ব্যথায়
একাকী লড়াই, মনের নির্জন প্রান্ত।
তোমার মোহন রূপে প্রাণের ভিতর
কলকল ছলছল, ঢেউ জাগায়
যে ঢেউয়ের নেই জাতপাত, ধর্ম গোত্র
পরিচয় শুধু একটি কণ্ঠ থেকে
সহস্র কণ্ঠের ভোরাই, সুচিত্রা মিত্র।